আমি পদার্থবিজ্ঞানের তত্ত্ব বুঝলেও, গাণিতিক সমস্যা করতে পারি না।কীভাবে গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা যায়?

1 Answers   2.1 K

Answered 3 years ago

আমার কাছে পদার্থবিজ্ঞানের তত্ত্ব বুঝলে গাণিতিক সমস্যার সমাধান করা সহজ হয়ে যায়।

তত্ত্ব বুঝলে প্রশ্নে দেয়া তথ্য গুলো সহজেই আলাদা করা যায়।

আপনি প্রথমে প্রশ্নটি পড়ে প্রশ্নে দেয়া তথ্য গুলো খাতার এক পাশে আলাদা করে তুলবেন। তথ্য অনুযায়ী সম্ভাব্য সূত্র গুলো মনে করবেন।যেই সূত্রটি আপনার সমস্যার সমাধান করতে পারবে সেটা নিয়ে আমরা জানি, লিখে সমাধান করে ফেলবেন। উচ্চতর দক্ষতার ক্ষেত্রে অনেক অনুশীলন আপনার দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম।

কোরাণে এইটা আমার প্রথম দেয়া প্রশ্নের উত্তর, কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


Taya Mosciski
Anower
207 Points

Popular Questions