আমি নিজেকে কীভাবে চিনতে পারব? আমি কেমন এটা কীভাবে বুঝবো?

1 Answers   4.3 K

Answered 2 years ago

০১. আপনার কথা-বার্তায়, আচার-আচরনে মানুষ সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট ?

০২. আপনার কথায় আর কাজের মধ্যে কতটুকু মিল বা অমিল রয়েছে ?

০৩. আপনি মানুষকে দেখানোতে নাকি মানুষের উপকার করাতে আনন্দ পান ?

০৪. আপনি সেবা নিতে নাকি সেবা দিতে আগ্রহী হন ?

০৫. আপনি কি ধোর্যশীল নাকি সহজে রেগে যান ?

০৬. আপনি প্রকৃত সাহসী নাকি প্রকৃত ভীরু ? এই কয়টা পয়েন্টস চেক করে নিবেন প্লিজ. তাহলেই, বুঝে যাবেন ও অন্যকে বুঝতে সাহায্য করবেন

Rafi Rayhan
rafirayhan
540 Points

Popular Questions