Answered 2 years ago
আপনি ইউরোপ যেতে চান কেন?
আরো বেশি রোজগার করতে?
আরো উন্নত জীবনযাপন করতে?
যদি অবৈধ উপায়ে যান, তবে সে জায়গাঁর সুফলগুলি - বিভিন্ন অধিকার, চিকিৎসা সুবিধা, শিক্ষার সুবিধাগুলি পাবেন না।
যে রোজগার বৈধ উপায়ে করতে পারবেন সেই একই কাজ হয়ত বদলোকে কম টাকায় করিয়ে নেবে।
কখন শান্তিতে থাকতে পারবেন না, ইমিগ্রেশনের ভয়ে বাঁচতে হবে।
বেআইনি কাজ যারা করে, সেই কয়োটে বা ট্রাফিকাররা চরম বদমায়েশ হয়… জীবন ঝালাপালা করে দেবে…
এবার আপনি বলেন, সুখে থাকতে ভূতের কিল খাওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে?
diptykhatun publisher