আমি তো বিয়ে করতে চাই কিন্তু কি করবো বলেন কিছুদিন আগে আমার মাকে বললাম সে শুধু আসতাগফিরুল্ল পরা বাকি রাখলো

1 Answers   12.1 K

Answered 1 year ago

আপনি আয় রোজগার না করে থাকলে সেটা আগে করুন। বাসার খরচ দিন। নিজে যদি ১০০ টাকা আয় করেন, বাসায় ভুলেও ৬০ টাকার বেশি বলবেন না। না মানে না। কি বউ, কি মা, কি বন্ধু মহলে। পরে বিপদে পড়লে এর সমাধান থাকবে না। বাসার বাজার সদাইসহ বাকী কাজ করুন। দুয়া করুন। এখন রমাদ্বন মাস, এর থেকে উত্তম সময় আর কখন? নিজের লাইফস্টাইলকে গুছিয়ে নিন। এর মধ্যে আপনার কেমন মেয়ে পছন্দ সেটা জানান। আর এসবের পরে কাজ না হলে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে হাওয়া হয়ে যান মাস ৬ এর জন্য। কেউ মারা গেলে জানাযা আদায় করে নিন।
Ahmed Safi
ahmedsafi
169 Points

Popular Questions