আমি টিকটক ভিডিও ওয়াটার মার্ক ছাড়া ইউটিউবে আপলোড দেই, আমি কি মনিটাইজেশন পাবো?

1 Answers   7.9 K

Answered 2 years ago

দিতে পারেন কিন্তু যার content পোস্ট করবেন সে যদি copyright strike মারে তাহলে আপনার ভিডিও উড়ে যাবে এবং পর পর তিন বার strike মারলে channel টাও যাবে। তবে খুব বড় youtuber রা সাধারণত strike মারে না এবং তাদের অনেক content অন্য চ্যানেলে এ চলছে, এর কারণ হলো নিজেদের কন্টেন্ট আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া যাতে জনপ্রিয়তা ও subscriber দুটোই বাড়ে। উপরের ছবিটি হলো ভারতের অন্যতম জনপ্রিয় youtuber Ajay Nagar এর (Carryminati) যার বহু content অনেক অনামি চ্যানেলে দেখা যায় এবং তার মতো আরো অনেক youtuber আছে যাদের কন্টেন্ট copy করে অন্য channel এ পোস্ট করা হলেও তারা কোনো পদক্ষেপ নেয় না । Answer পছন্দ হলে দয়া করে upvote দেবেন, share করবেন এবং follow করবেন, ধন্যবাদ।

Runa Laila
runalaila
435 Points

Popular Questions