আমি টাকা খরচ করি অনেক। কিভাবে সঞ্চয় করবো?

1 Answers   11.6 K

Answered 2 years ago

৫০:৩০:২০ - রুল বা নিয়ম আপনি মেনে চলতে পারেন।

যে টাকা একাউন্টে ঢুকবে সেটাকে মোটামুটি এইভাবে ভাগ করে নিন, ৫০%৩০%২০% - কোনটা কীভাবে খরচ হবে সেটা নীচে দেখুন -

৫০% - প্রয়োজন(Wants)

    অপরিহার্য/অত্যন্ত দরকারী জিনিসের জন্যে খরচ। বাড়ি বা গাড়ির ভাড়া বা ইএমআই, বিদ্যুতের বিল, জলের খরচ, রান্নাবান্না-খাবার ইত্যাদির জন্যে খরচ।

৩০% - চাহিদা(Needs)

    দরকারী কিন্তু অপরিহার্য নয়। যেমন রেস্টুরেন্টে খাওয়া, জিমের সাবস্ক্রিপশান নেওয়া, বড়ো মোবাইল বা টিভি কেনা - ইত্যাদি শখের জিনিস পূরণ করার জন্যে খরচ। বোঝাই যাচ্ছে, এই খরচটুকু নিজের ইচ্ছে মত কমিয়ে নিয়ে আসা যায় এবং সেটা সঞ্চয়ের খাতায় রাখা যায়।

২০% - সঞ্চয়(Savings)

    বাকি ২০ শতাংশ সঞ্চয় করতে হবে।

এই শেষের ২০ পার্সেন্ট কিন্তু সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ। অর্থাৎ আপনার মাসের আয় কুড়ি হাজার টাকা হলে, চার হাজার টাকা সঞ্চয় করতেই হবে। এই পরিমাণ যত বেশি হবে তত ভালো। অন্যদিকে মাসিক আয় যদি ১ লক্ষ টাকা হয়, তার মানে এই নয় যে আশি হাজার টাকা উড়িয়ে দেওয়া উচিত। আরো বেশি বাঁচানোর চেষ্টা করতে হবে।

Sazib
Sazib
311 Points

Popular Questions