আমি ছোটো থেকে হস্তমৈথুন করি, সপ্তাহে 2/1 বার করে থাকি এখন আমার বয়স 24 বছর, এই কারনে কী বিয়ের পর কোনো সমস্যা হবে?
0
0
1 Answers
3.2 K
0
Answered
1 year ago
সমস্যা ত হবে। তবে কিছুটা কম হবে। কারণ যে বয়সে আছেন সে বয়সে এত বড় সমস্যা হওয়ার কথা না।এটা আরো 5–7 বছর পরে টের পাবেন যে, কি হারিয়েছে, আর সেটা কতটা মানব জীবনে গুরুত্বপূর্ণ ছিল। কম বয়সে বার্ধ্যে পৌঁছে যাবেন। তাই সেটা থেকে মুক্তির পথ হলো এখন থেকে ঐ রাস্তা একদম পরিহার করুন। আর বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে থাকুন।বিশেষ করে ডিম, দুধ,মাংস, বাদাম, খেজুর, কিসমিস, মধু ইত্যাদি নিয়মিত রুটিন করে।
riyazul.islam publisher