Answered 1 year ago
সাধারণত
পুষ্টিহীনতা বা অনিয়মিত খাবারের জন্য মানুষের ওজন কম হয়ে থাকে। বাজারের
মোটা হওয়ার অনেক ধরনের ঔষধ পাওয়া যায় তবে সেগুলোর বেশিরভাগই শরীরের জন্য
খুবই খারাপ। ঐসকল ওষুধ সেবন করলে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশে
বেড়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য আপনার একজন ডাক্তার দেখানো খুবই
জরুরী। এই ধরনের সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা অত্যন্ত কার্যকরী। আপনি একজন
ভাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারেন। তবে একজন ডাক্তার দেখানোর আগে যাচাই
বাছাই করে নেওয়া দরকার উনি আসলেই হোমিওপ্যাথি ডাক্তার কি না। বাংলাদেশে
সেরা হোমিওপ্যাথি ডাক্তারের মধ্যে ডাঃ রুহুল আমিন সেরা। উনার চেম্বারের নাম আমিন হোমিও চেম্বার।
উনি অনেক অভিজ্ঞ এবং রেজিস্টার্ড ডাক্তার। উনি ক্যান্সার, টিউমার, জন্ডিস,
ডাইয়াবেটিস, যেকোনো যৌনরোগ সহ নানা ধরনের জটিল এবং কঠিন রোগের চিকিৎসা করে
থাকেন। আমার পরিবারের সবাইকে উনাকেই দেখাই যেকোনো অসুখ বিসুখে। উনি আধুনিক
টেকনলজি হোমিওপ্যাথিক সফটওয়্যার ব্যবহার করে রোগীকে সঠিক চিকিৎসা দিয়ে
থাকেন।
liton publisher