Answered 2 years ago
বিনা পয়সার বুদ্ধির আরেক নাম কুবুদ্ধি। আপনি যদি কোরায় ভিক্ষা করেই বাণিজ্য-পরামর্শ পেয়ে যান, তাহলে যারা লাখ লাখ টাকা ফি নিয়ে পরামর্শ দেন, তারা কি করবেন?
আমি পাগল মানুষ, ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। তাই একটা সহজ কথা বলি। সকল ব্যবসাতেই নিজের পায়ে দাঁড়ানো যায়। কিন্তু আপনি একটা র্যন্ডম ব্যবসা করতে পারবেন না। আপনার রুচির সাথে মিলে, আর আপনি কাজটা নিজে আনন্দের সাথে করতে পারবেন এমন একটা ব্যবসা কিছুদিন পর্যবেক্ষণ করুন, সম্ভব হলে কর্মচারী হিসাবে কাজ করে ব্যবসার গোমর জেনে নিন।
সবার আগে জেনে নেবেন লস কি অবস্থায় হয়। আর সেটা ঠেকাবারা চেষ্টা করবেন।
প্রথম দুই বছর কাউকে একটা পয়সা ধার দেবেন না।
khanrabby publisher