Answered 2 years ago
আপনি বলা যায় ভালোই বড়োলোক মানুষ। গ্রামীনফোন ব্যবহার করেন। হাহাহা। মজা করলাম।
আসলে মোবাইল ডাটা থাকলে যতসম্ভব কম চালাবেন তত সেভ হবে। ওয়াই ফাই হলে আমরা সারা দিন চালিয়ে রাখলেও সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা যখন ডাটা তো তখন একটু সচেতন তো হতেই হবে।
১. দরকার ছাড়া অযথা ডাটা অন করে রাখবেন না। এতে আপনার মোবাইলের ব্যাটারি যেমন তাড়াতাড়ি শেষ হয়, তেমনি ডাটা ও ফুরফুর করে শেষ হয়ে যাবে।
২. আমরা অনেকেই অ্যাপ এর আপডেট দিয়ে থাকি, অ্যাপ স্টোরে ২ দিন পর পর আপডেট আসে। কখনো দেখা গেছে রাতে আপডেট করলেন পরের দিন দেখেন আবার আপডেট আসে। এতো বেশি আপডেট করার দরকার নেই। ওই রকম মেজর কোনো অ্যাপ আপডেট সহজে আসে না। মাসে ১/২ বার করতে পারেন। আর অ্যাপ আপডেট অটোমেটিক না দিয়ে আপনি মানুয়ালি দিয়ে নিবেন, যাতে আপনার যা দরকার শুধু সেগুলোই যাতে আপডেট করতে পারেন ।
৩. ডাটা রেস্ট্রিকশন করার একটা অপশন স্মার্ট ফোন গুলোতে থাকে। অ্যান্ড্রয়েড এর পূর্বের ভার্সন গুলোতে এই ফিচারটা খুব সহজে ব্যবহার করা যেতো। কিন্তু বর্তমান এ কোম্পানি গুলো একটু চালাক হয়ে যাওয়াতে প্রব্লেম এ পরতে হয়। এখন কার ফোন গুলোর সিস্টেম হচ্ছে আপনি প্রতিটা অ্যাপ এর ভিতরে গিয়ে গিয়ে কোনটা রেস্ট্রিকশন এ থাকবে কোনটা রেস্ট্রিকশন এ থাকবে না সেটা সিলেক্ট করতে হয়। আপনি এই ফিচারটি ফোনের সেটিংস এ গিয়ে ৫/১০ মিনিট ঘাটাঘাটি করলেই পাবেন। এক এক ফোন এর এক এক জায়গায় এই অপশনটা থাকে তাই দেখাতে পারলাম না।
৪. বড়ো বড়ো আপডেট গুলো পারলে ওয়াই ফাই ব্যবহার করে দেন।
৫. বর্তমানে সিম কোম্পানি গুলো এক প্রকার বিজনেস করে সোশ্যাল মিডিয়া প্যাক বিক্রি করে। যেমন, ১০ টাকায় ১০০এমবি ফেসবুক ওনলি। ভুলেও এই সব প্যাক কিনবেন না। কেনো কিনবেন না টা হচ্ছে, আপনি তো ভাবতেছেন যে আমি শুধু ফেসবুক চালাবো, তাই ফেসবুক প্যাক কিনলাম। কিন্তু আপনার ফোন তো আর সেটা জানে না। আপনি ডাটা অন করলেন আর দুনিয়ার যত ইনফরমেশন আসে সব নোটিফিকেশন এমনকি আপনাকে না জানিয়ে আপডেট পর্যন্ত শুরু হয়ে যায়। এখন আপনার ফোনে টাকা থাকলে টা কোম্পানি এর পকেট এ চলে যাবে। এই আর কি। আর আপনি হায়হায় করবেন ।
এইভাবে চালিয়ে দেখুন। কিছু হলেও সেভ হতে পারে আপনার ডাটা। ধন্যবাদ।
breadrana05 publisher