Answered 2 years ago
ঋণ করেছেন কেন? ঋণ শোধ করতে পারবেন না জেনেও কেন ঋণ করেছেন? আপনি অন্যায় করেছেন। এখন কাজ করুণ। যে কোনো কাজ করুণ। মানুষের ঋণ পরিশোধ করুণ। ঋণ আপনাকে পরিশোধ করতে হবেই। অন্য কোনো উপায় নাই। ঘরে যদি কোনো জিনিসপত্র থাকে সেগুলো বিক্রি করে দেন। তবুও ঋণমুক্ত হোন। ঋণ খুব খারাপ জিনিস। আমার জীবনে আমি কোনোদিন কারো কাছ থেকে লোন নিই নি। কেউ আমার কাছে একটা টাকা পাবে না। সত্য কথা বলতে কি ঋণ নিতে সাহস লাগে, আমার সেই সাহস নেই।
azim publisher