আমি কোন জিনিটাকে বা কোন কাজ কে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি সেটা কিভাবে বুঝবো?

1 Answers   1.7 K

Answered 2 years ago

নিজেই হিসাব করুন।


(ধাপ ১)


বেশীরভাগ দিন যেভাবে কাটে, সেরকম একটি দিনকে ধরুন।


(ধাপ ২)


২৪ ঘন্টার মধ্যে ঘুমের সময়টুকু বাদ দিয়ে দিন। তারপর দেখুন, কোন জিনিসের পেছনে সবচেয়ে বেশী সময় ব্যয় করছেন।


বিনোদন?


অলসতা?


পড়ালিখা?


অন্যকিছু? কি সেটা?


উত্তর বের করুন। তাহলেই প্রাথমিকভাবে বোঝা যাবে যে, কোন কাজ কে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি।


(ধাপ ৩)


আর এক ধাপ এগিয়ে যান। চিন্তা করুন যে, এই কাজটির উদ্দেশ্য কি। অর্থাৎ এর দ্বারা আসলে কি হচ্ছে—


বেশীরভাগ সময় যদি ব্যয় হয় অলসভাবে — তাহলে সময় নষ্ট করছি (আর অবশ্যই শয়তানকে এবং নফসকে খুশী করছি)।

আর বেশীরভাগ সময় যদি ব্যয় চাকুরী, ব্যবসা ইত্যাদির পেছনে — তাহলে আসল উদ্দেশ্য হলো রোজগার।

আর বেশীরভাগ সময় যদি ব্যয় হয় পড়ালিখায় — তাহলে সেটার উদ্দেশ্য (আমাদের বেশীরভাগের ক্ষেত্রেই) ভালো চাকুরী পাওয়া, এবং আসল উদ্দেশ্য হলো রোজগার।

বেশীরভাগ সময় যদি ব্যয় হয় বিনোদন বা মনোরঞ্জনে — তাহলে তো শয়তানকে এবং নফসকে খুশী করার কাজ করছি।

আর বেশীরভাগ সময় যদি ব্যয় হয় অন্য কোনো কাজে, তাহলে সেটার উদ্দেশ্য নিজেই একটু ভাবুন, পেয়ে যাবেন আশা করি।

Tanvir Ahmed
tanvirahmed
259 Points

Popular Questions