Answered 2 years ago
জিপিএসকে (GPS) বোকা বানাতে পারি? হুমম... একটু ভেবে দেখলে- যায়, আর ভালো খবর এক বিদেশি জোয়ান এটা করে দেখিয়েছে। এটা তো ছিল আপনার প্রশ্নের সরা সরি উত্তর।
একটু আরো বিশ্লেষণে যাওয়া যাক। GPS সাধারণত স্মার্ট ফোনগুলিতে রাস্তা তথা গুগল ম্যাপ এ তেই বেশি ব্যবহার করে সাধারণ লোকেরা। গ্রাম অঞ্চলে রাস্তা খুঁজতে গুগল খুব একটা কার্যকরী নয় কারণ এখনকার মানুষ অতটা গুগল ম্যাপ ব্যবহার করেনা। (GPS) বোকা বানাতে গেলে এটি কিভাবে কাজ করে তা একটু বোঝা দরকার।
গুগল ম্যাপ নিয়েই এগোনো যাক। শহরাঞ্চলে ম্যাপ ব্যবহার করলে দেখবেন রাস্তার সাথে সাথে ট্রাফিক জ্যামও দেখায়। আসলে এটি হয় সবার হাতেই স্মার্ট ফোন আছে তাও আবার এন্ড্রোইড জ্যাকি গুগলেরই প্রোডাক্ট। রাস্তায়- গাড়িতে ফোন ব্যবহারকারীরা ম্যাপ - ফেইসবুক - আরো ভিন্ন অ্যাপ জেনে বা না জেনে লোকেশন অপসন টি ও রাখে, গুগল সেটিকে কাউন্ট করে যে কোন লোকেশনের রাস্তায় কত গুলি ফোন ব্যবহার হচ্ছে সেই অনুযায়ী ট্রাফিক কত আছে তা লাল ডট দিয়ে বুঝিয়ে দেয়।
নাম মনে নেই ভিডিও খুঁজে পেলে লিংক দেব তবে এক যুবক ১০০ টি ফোন জোগাড় করে তাতে লোকেশন ও করে আর একটি বক্সে তে ফোন গুলি রেখে রাস্তা দিয়ে ধীরে ধীরে নিয়ে যেতে থাকে, গুগল ভাবে এখানে জ্যাম লেগেছে, ম্যাপ এতে লাল ডোতে ভর্তি হয়ে যায় কিন্তু রাস্তা ফাঁকাই ছিল।
অনেক কথা হয়ে গেল যাবার আগে দুটো ছোট্ট কথা বলি-
১. মানুষের তৈরী সবজিনিসকেই বোকা বানানো সম্ভব তা ফিঙ্গার লক যোগ বা ফেস লক বা অন্যকিছু - কেউ না কেউ করে দেখিয়েছে।
২. উত্তরটা লিখতে ১০টা মিনিট সময় লেগেছে এটিকে শেয়ার করতে, আপভোট করতে বড়োজোর ১০টি সেকেন্ড সময় লাগবে যদি সময় টুকু দেন তবে ভালো লাগবে আমার, ধন্যবাদ!
উত্তর টা আরেকটু বেড়ে গেল - যাই হোক
ফোনের জন্য বিভিন্ন VPN এপ পাওয়া যায় (Fly GPS) এগুলি লোকেশন চেঞ্জ করতে সাহায্য করে, খারাপ উদেশ্যে দোয়া করে কেউ ব্যবহার করেব না।
nabilahmed publisher