আমি কীভাবে 2 মাসের মধ্যে ইংরেজীতে দক্ষ একজন স্পীকার হতে পারব?
0
0
1 Answers
7.2 K
0
Answered
2 years ago
#ইংরেজিতে কথা বলতে পারি নাঃ
Grammar Vocabulary তো অনেক শিখলাম , কিন্তু ইংরেজি বলতে পারি না । ইংরেজি বলা শিখব কিভাবে ?
ইংরেজি বলা শেখার একমাত্র পথ হচ্ছে ইংরেজি বলা শুরু করা, অন্য কোন উপায় নাই । প্রথমে অনেক ভুল হবে , ভয় লাগবে , লজ্জা লাগবে , কিন্তু ইংরেজি বলা থামানো যাবে না । যা পারেন তাই বলেন, যা জানেন তাই বলেন । বলার সাথে সাথে নতুন কিছু শিখতে থাকেন । শুধু বলা শুরু করুন , আস্তে আস্তে আপনার ইংরেজি ভাল হয়ে যাবে যদি হাল ছেড়ে না দেন । সমস্যা হচ্ছে ইংরেজি বলব কার সাথে , ইংরেজি
বলার তো পরিবেশ নাই । আপনি আপনার বন্ধুদের সাথে বলা শুরু করতে পারেন , ইংরেজি ক্লাসে ইংরেজিতে প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করতে পারেন । কে কি ভাববে তাতে কি আসে যায় রে ভাই । সবচেয়ে ভাল হচ্ছে নিজের সাথে নিজে কথা বলা, যেটা আমি সবসময় করি এবং করতাম । যে কোন একটা টপিক নিয়ে আলোচনা করতে পারেন । আপনি সবসময় বন্ধু বা বাইরে ইংরেজি বলার সুযোগ পাবেন না । গ্রামারের রুল নিয়ে বেশি চিন্তা না করাই ভাল , গ্রামার কিন্তু গুরুত্বপূর্ণ । আমি গ্রামার শিখতে কাউকে নিরুৎসাহিত করছি না । মুখ না খুললে কোন দিন ইংরেজি বলা শিখতে পারবেন না । মুখ খুলতে হবে এবং কথা বলতে হবে । কয়েক মাস বলতে থাকলে আপনি ইংরেজি বলাতে অভ্যস্ত হয়ে যাবেন । দরকার হলে একটা Spoken English Course করে নিতে পারেন , তাহলে ইংরেজি বলার একটা পরিবেশ ও পেয়ে যাবেন ।
ইংরেজি শিখে যদি ইংরেজি বলতেই না পারি, যোগাযোগ করতে না পারি , তাহলে ইংরেজি শেখার মানে টা কি ...
#open your mouth & speak...There is no way around .
hafizasultana publisher