আমি কীভাবে খুব সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারি?

1 Answers   5.1 K

Answered 1 year ago

প্রথম কথা অনলাইন থেকে ইনকাম করাটাই কঠিন একটা কাজ। যারা নিয়মিত ইনকাম করে, করতে করতে যারা অনেকটা অভিজ্ঞ হয়ে গেছে, তাদের কাছেও কঠিন। আর আপনি নতুন হয়েও খুব সহজেই ইনকাম করে ফেলতে চান, বিষয়টা খুব আশ্চর্যের।

এর জন্য আমি বিশেষ কাউকে দোষ দিতে চাই না, শুধু এটা বলতে চাই যে, অনলাইন থেকে আয় করার বিষয়টা নিয়ে স্বচ্ছ ধারণার অভাব আমাদের। যদি স্বচ্ছ ধারণা থাকতো, তাহলে কীভাবে সহজে ইনকাম করা যায়, এই প্রশ্ন না করে কীভাবে নিজেকে দক্ষ করা যায়, এই প্রশ্নটা করতাম। কারণ অনলাইন থেকে আয় করতে দক্ষতার প্রয়োজন এবং দক্ষতারই প্রয়োজন। পরের প্রয়োজনটাই হলো কঠোর অধ্যবসায়। আর অধ্যবসায় কখনো সহজ হয় না, কঠোর সাধনা করে যেতে হয় দিনের পর দিন, রাতের পর রাত।

যারা অনলাইন থেকে আয় করেন না, তারা হয়তো আমার কথা শুনে হাসবেন। কিন্তু যারা অনলাইন থেকে ইনকাম করেন, তারা অবশ্যই বুঝবেন কতটা সত্যি কথা বলেছি আমি। তাই আমার একটা ছোট্ট পরামর্শ, তাহলো নিজেকে দক্ষ করে তুলুন, ইনকাম কীভাবে করবেন তা আপনাকে কোরাতে এসে জিজ্ঞেস করতে হবে না। আপনার দক্ষতাই আপনাকে পথ দেখাবে।

এখন যদি বলেন কোন কাজে দক্ষতা অর্জন করবেন, তাহলে বলবো আপনার যে কাজ করতে সবচেয়ে ভালো লাগে, আপনি সেই কাজে দক্ষ হয়ে উঠুন। যদি প্রশ্ন করেন কতোটুকু দক্ষ হবেন, তাহলে বলবো ইন্টারন্যাশনাল মানের। অর্থাৎ সারাবিশ্বের ফ্রিল্যান্সাররা যে কাজ করার জন্য মুখিয়ে আছে, সেই কাজ আপনার হাতে আনতে হবে। শুধু আনলেই হবে না, ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী তা সঠিকভাবে সম্পন্ন করে দিতে হবে। তাহলে দক্ষতা বাড়ার সাথে সাথে সুনাম বাড়বে, আর এই সুনামই আপনাকে অনলাইন মার্কেটে টিকে থাকতে সাহায্য করবে।

কাজেই সহজ পথ না খুঁজে নিজেকে পথ চলার উপযোগী করে তুলুন, পথ যেমনই হোক, আপনি চলতে পারবেন অনায়াসে।

ভালো থাকুন, সুস্থ থাকুন, সঠিক ভাবনার দ্বারা আপন জীবন সফল করে তুলুন।

Rasel Rana
raselrana
462 Points

Popular Questions