আমি কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি করার পরে যেকোনো বাহিনীতে অফিসার হিসেবে জব করতে পারবো? আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করতেছি। আমার হাইট 5'4"
0
0
1 Answers
13.2 K
0
Answered
1 year ago
যে কোন http://B.Sc ইঞ্জিনিয়ারিং পড়তে হলে অবশ্যই গণিত ভালো বুঝতে হবে।।আর যদি মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি সেখানে প্রথম ৪ সেমিস্টারে ৪ টা ম্যাথ কোর্স পড়া বাধ্যতামূলক প্রতিটি কোর্স ৩/ ৪ ক্রেডিটের। এছাড়াও মেক্যানিকেলের বেসিক বিষয়গুলো ম্যাথের উপর নির্ভরশীল যেমন মেক্যানিক্স, সলিড মেক্যানিক্স, ফ্লুয়িড মেক্যানিক্স, হিট ট্রান্সফার।। তবে, প্র্যাক্টিস মেকস এ ম্যান পারফেক্ট।। ভালো টিচার/ মেন্টরের কাছ থেকে ম্যাথ শিখতে পারেন।।
srijon publisher