আমি কিভাবে ম্যাচিউর হতে পারবো?

1 Answers   13.3 K

Answered 2 years ago

ম্যাচিউরিটি জিনিসটা এমন যেটা বই পড়ে বা টিউটোরিয়াল ভিডিও দেখে অর্জন করা সম্ভব নয়,,,সামান্য কিছু ধারণা পাওয়া যায় মাত্র

নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন,নিজের যত্ন নিন,,এটা ম্যাচিউরিটির প্রাথমিক ধাপ বলা চলে। তবে আত্নকেন্দ্রিক হওয়া যাবেনা।

আল্লাহ তায়ালা আমাদের এই সমাজের অংশ করে পাঠিয়েছেন মানে তার নিশ্চই কোনো উদ্দেশ্য আছে। একটা হলো হাক্কুল্লাহ মানে আল্লাহ হক,,আর হাক্কুল ইবাদ হলো বান্দার হক,,,আল্লাহর ইবাদত করুন আর আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন,,,

আর নিজের দায়িত্ব নিতে পারলে পরিবারের দায়িত্ব নিতে পারবেন,,তাতে সমাজে ও আপনার কিছু অবদান থাকবে।

জীবনের বাস্তবতা মানুষকে দুইটা জিনিস দেয় একটা হলো মানুষকে পুরোপুরিভাবে ভেঙে দেয়,,অন্যটা হলো সীমাহীন ম্যাচিউরিটি।

জীবনে ম্যাচিউর হওয়ার জন্য জীবনের একটা বাস্তবতা যথেষ্ট।

তাদেরকে আর আলাদা করে ম্যাচিউরিটি শেখানো লাগেনা যারা প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে।।ম্যাচিউরিটি তাদের কাছে সামান্য একটা word মাত্র। দায়িত্ব কি, কর্তব্য কি,এই মুহুর্তে করণীয় কি তারা সে বিষয়ে সম্যক অবগত,,তারা মূহুর্তেই বুঝে যায় তার কি করা উচিত বা কি বলা উচিত।

আসলে ম্যাচিউর হতে হলে জীবনে একটা ধাক্কা খাওয়া খুবই জরুরী,, যেটা লাইফের একটা গুরুত্বপূর্ণ lesson. তবে ভেঙে পড়া যাবেনা,,, শক্ত হতে হবে জীবন থেকে শিক্ষা নিতে হবে।এই বোধটুকু যদি আপনার মধ্যে এসে যায় তাহলে আপনি সফল হবেন।

Hossain Kabir
hossainkabir
303 Points

Popular Questions