আমি কিভাবে মারাত্মক পর্ন ব্যাধি থেকে মুক্তি পেতে পারি? অনেক চেষ্টা করছি। পারছি না। মোবাইলে ঢুকলেই এটা দেখতে মন চায়। কোনো সমাধান আছে কি?

1 Answers   8.3 K

Answered 2 years ago

আছে, আছে। কোন বস্তু, যেমন ধরুন, একটা bycycle; যদি এমন হয়, কোন একটি লোক, bycycle চালান তো দূরের কথা, বাস্তবে দেখেই নি, শুধু এর ছবিই দেখেছে, তাকে একটি bycycle দেওয়া হল, দেখবার জন্য l সে তখন কি করবে? যত রকম ভাবে সম্ভব, ওটি নিয়ে নাড়াচারা করবে। হয়ত, bycycle টি, আনাড়ির মত, চালাবারও চেষ্টা করবে। ফলে, সে,শুধু ছবিতে সাইকেল চালানোর মজা পাওয়ার চেষ্টা ছেড়ে, বাস্তবে, নিজেই সাইকেল চালানোর চেষ্টা করবে। এই ভাবে, ছবিতে মজা পাওয়ার নেশা থেকে, হয়ত সে নিজেকে মুক্ত করতে পারে। এবং নিজেকে বোঝাতে হবে, পর্নো দেখার অলীক আনন্দে কোন লাভ নেই, আছে দৈহিক ও মানসিক ক্ষতি। তার চেয়ে বাস্তবতা অন্য রকম।


Rashed Rimon
rashedrimon
509 Points

Popular Questions