Answered 2 years ago
আপনি নিজেকে ব্যস্ত রাখুন। খুব হ্যস্ত রাখুন। তাহলে আর হতাশ হওয়ার সময় পাবেন না। কাজ করুণ। এমনকি অবসর সময়া পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখুন। আড্ডা দিন, বই পড়ুন, মুভি দেখুন, ভ্রমন করুণ। ব্যস্ত থাকলে আপনাকে হতাশা ধরতে পারবে না।
লোভ করা চিরতরে বাদ দিন। অন্যের সাথে নিজের তুলনা করতে যাবেন না। সৎ জীবনযাপন করুণ। দুষ্টলোকদের সাথে মিশবেন না, হোক সে কাছের কোনো আত্নীয়। সহজ সরল জীবনযাপন করুণ। নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে গরে তুলুন। একজন হৃদয়বান মানুষ হিসেবে গড়ে তুলুন। অসহায় ও দরিদ্র মানুষদের জন্য কিছু করুণ। পরিবারের প্রতি আপনার যা দায়িত্ব তা পালন করুণ।
masrafimortoza publisher