Answered 2 years ago
ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য প্রথমে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে।
আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে ইউটিউবে সাবস্ক্রাইব বাড়াতে হলে অন্তত এক বছর সময় লাগে।
এই এক বছর আপনাকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে।
যেসব কাজে youtube এ ভিউ বাড়ানো যায় তা হল:
১. নিয়মিত কনটেন্ট দিতে হবে।
আপনাকে অন্তত সপ্তাহে দুই থেকে তিনটি ভিডিও আপলোড দিতে হবে।
তবে অবশ্যই ভালো হতে হবে।
৩. আপনার ইউটিউবে ট্রাফিক আসুক বা না আসুক অবশ্যই আপনাকে ভিডিও দিয়ে যেতে হবে। অন্তত এক বছর এই কাজ করতে হবে।
৪. youtube এ কিছু এক্সস্টেনশন আছে গুগল ক্রোমে যেমন tube buddy, vidiq। এই এক্সটেনশন ব্যবহার করতে শিখুন।
না পারলে ইউটিউব ভিডিও দেখে শিখে ফেলুন।
তারা আপনাকে ভিউ বাড়াতে করাতে সাহায্য করবে।
Liza Akther publisher