Answered 2 years ago
আমার দেখা যতগুলো লোক দেখেছি।
যারা বেশি কথা বলে তাদেরকে কেউ পছন্দ করতে চায় না।
যারা বেশি কথা বলে তাদেরকে মানুষ এড়িয়ে চলে।
যারা বেশি কথা বলে তাদের কথার বেশিরভাগ মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে।
যারা কথা বেশি বলে তাদের কথার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তাদের একটা দিক ভালো আছে তাদের মন ভালো হয়। তারা মুখে যতই কিছু বলা হয় না কেন। তারা পিছে এবং কি পড়ে যায় অন্য মানুষের নামে বদনাম করতে পছন্দ করেনা। যা বলার সামনাসামনি বলে।
তারা দুমুখো হয় না। অন্তরে এক বাহিরে আরেক, যারা কথা বেশি বলে তারা এরকম হয় না।
তারা যা বলার সামনাসামনি বলে এবং কথা বেশি বলে মানুষের মন মেজাজ খারাপ করে দেয়।
অনেক সময় বেশি কথা বলা লোকের জন্য অনেক সময় অনেক মানুষ কষ্ট পায়। কিন্তু যে বেশি কথা বলে সে পরে আফসোস করে আমি এটা কেন বললাম।
তাই কথা কম বলাই ভালো কথা বেশি বলার চেয়ে।
কথা কম বললে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।
মিথ্যা বলার সম্ভাবনা কম থাকে।
যারা কথা কম বলে তাদের প্রতি বাড়তে আগ্রহ থাকি সব মানুষেরই।
তাই আপনি কথা কম বলেন কেউ দশটা বললে আপনি একটা বলুন এতে আপনার কথার মূল্য থাকবে এবং আপনি ভেবে চিন্তে করে কথা বলার সময় পাবেন। আপনার কথা যথেষ্ট মূল্য এবং মূল্যায়ন করবেন মানুষ।
আরেকটা কথা আপনি মোটেও কথা কম বলে না। আপনি মুখে কথা না বললেও মনে মনে অনেক কথা বলেন।
আপনি অনেক চিন্তিত থাকেন কথা বলার আগে যে আমি এই কথা বলার পরে কোন ক্ষতি হবে কিনা এবং কোন অন্যায় হবে কিনা। এবং মানুষ কষ্ট পাবে কিনা। এক কথায় আপনার আজাইরা কথা ভাল্লাগেনা।
liton publisher