আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। কিন্তু প্রোগ্রামিং এ ভয়। প্রোগ্রামিং ছাড়া কি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে ক্যারিয়ার গড়া সম্ভব?

1 Answers   3.9 K

Answered 2 years ago

প্রোগ্রামিং ছাড়াও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ক্যারিয়ার গড়া সম্ভব। সিস্টেম এডমিনিস্ট্রেশন বা নেটওয়ার্ক এডমিনিস্ট্রেশন অথবা এজাতীয় কিছু জব আছে যেখানে প্রোগ্রামিং ছাড়াও কাজ করা যায়। তবে একটু এডভান্স লেভেলে যাওয়ার জন্য বা জবে ভাল পজিশন পেতে গেলে - তখন প্রোগ্রামিং কনসেপ্ট কাজে লাগে।

তবে আমি পরামর্শ দেব - ভাল কোন শিক্ষকের পরামর্শ মেনে প্রোগ্রামিং শিখে ফেলুন। আমি মনে করি, আপনি কোন ভাল শিক্ষক থেকে গাইড পাননি সেজন্য প্রোগ্রামিং ভয় পান। একবার বুঝে গেলে দেখবেন প্রোগ্রামিং কত সহজ আর মজার। তাই পরামর্শ থাকবে, ভাল শিক্ষক বা বন্ধুদের সাহায্য নিন প্রোগ্রামিং এর ধারণা বুঝে উঠতে। কম্পিউটার নিয়ে ভাল ক্যারিয়ার করতে গেলে প্রোগ্রামিং আপনাকে সাহায্য করবে অনেক

Rasel Rana
raselrana343
383 Points

Popular Questions