আমি এক নারীতে আসক্ত কিন্তু সে আমাকে পাত্তা দেয় না। তাকে ছাড়া বেঁচে থাকব ভাবতে পারি না। এখন কী করতে পারি?

1 Answers   9 K

Answered 2 years ago

যেটা আপনি ভাবতে পারেন না সেটাই আগে ভাবার চেষ্টা করুন অর্থাৎ তাকে ছাড়া জীবনে চলার চেষ্টা করুন। কারণ জীবন অনিশ্চিত। জীবনে একজন নারী ছাড়াও বেচেঁ থাকার মতো অনেক কিছুই থাকে। অনেক কিছুই করার থেকে কিন্তু সেটা একটা নারীর জন্য থেমে থাকবে কেনো। যে আসার সে আপনার ভালোবাসাতে এমনিতেই আসবে। কিন্তু কারোর কাছে যদি আপনার ভালোবাসার গুরুত্বই না থাকে তাহলে এই সবকিছুই বৃথা।

Anika
Anika
297 Points

Popular Questions