Answered 2 years ago
সেই গিলে-খাবার-আদার আকার অজানা রয়ে গেলো। কী হবে তা নির্ভর করছে আপনার প্রয়োগশালার ওপর। আমি আপনাকে চুপিচুপি একটা কথা বলি। আমি একজন আদা-রসিক মানুষ। উপযুক্ত খাবারে যদি সেই আদা উপস্থিত না থাকে, আমি সেখানে খুব সরু ঝিরিঝিরি কাটা আদা মিশিয়ে চিবিয়ে খাই। যেমন ধরুন, ভাটুরার সঙ্গে যে ছোলে পরিবেশিত হয়। এটি আদার ঔষধি মানকে একীভূত করতে সাহায্য করে।
shuvo publisher