Answered 2 years ago
সময়োপযোগী আইডিয়া। প্রথমে আপনি কিছু বাইং কিউসি বা কোয়ালিটি কন্ট্রোলার খুঁজে বের করুন। তাদের সাথে সম্পর্ক ডেভেলপ করুন। তারা যে রেটে অন্য শোরুমে সাপ্লাই দেয়, তার থেকে সামান্য কিছু বেশি রেট অফার করুন। নিয়মিত তাদের কাছ থেকে প্যান্ট নিবেন এবং ক্রমেই বেশি বেশি পরিমাণে কিনবেন সেটা আশ্বস্ত করুন। এগুলো গেলো আন্তর্জাতিক মানসম্পন্ন ব্রান্ডের সোর্সিং, এর বাইরে সদরঘাট নদীর ওপারে আলম মার্কেট, কালিগঞ্জ, কেরানিগঞ্জে কিছু খোঁজ খবর করতে হবে গ্রেড ওয়ান মাস্টার কপির জন্য। তারপর আপনার কাজ হবে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ করে পেশাদার ওয়েবসাইট ডেভেলপার দ্বারা সহজ ও মনে দাগ কাটার মত আকর্ষণীয় একটা নামে ওয়েবসাইট ডিজাইন করিয়ে নেয়া। ফেসবুকে একটা পেজ তৈরি করবেন, ওয়েবসাইট লিংক করবেন। মাঝেমধ্যে পেজটা বুস্ট করাবেন। প্রথম প্রথম প্রাইস একটু কম রাখার চেষ্টা করবেন। আর নির্ধারিত সময়ে ক্রেতার কাছে পণ্য পাঠানোর জন্য প্রথমসারির প্রতিষ্ঠানকে দায়িত্ব দিবেন যারা আপনার পয়েন্ট থেকে পিক করে সময়মতো পৌঁছানোর ব্যাবস্থা করবে। শুরু করুন, আইডিয়ার দরজা পটাপট খুলে যাবে নিজে থেকেই, আপনার মাথায়। আর হ্যাঁ, ওয়েবসাইট এস.ই.ও অবশ্যই করাতে ভুলবেন না। ১৫ থেকে ২০ টা আইটেম যথেষ্ট কিন্তু কমন সাইজ ৩০ থেকে ৩৬ সাইজ বেশি রাখার চেষ্টা করবেন। পরামর্শ পছন্দ হলেই যে আপভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি শুরু করলেই আমি খুশি হবো। আপনার ব্যাবসার জন্য শুভকামনা।
Jamal Ahsan publisher