আমি একটি অনলাইন প্রোডাক্ট বিজনেস করতে চাই। প্রোডাক্টটি সেল করার জন্য ডেলিভারি ম্যান কিভাবে পাব?
0
0
1 Answers
10.2 K
0
Answered
2 years ago
আপনি টাইগার অথবা স্ট্রিডফাস্ট (Stead Fast) কুরিয়ার সার্ভিস এর এ্যাপ ডাউনলোড করে রেজিষ্ট্রেশন করে নেন ফ্রি। আর আপনার একটা বিজনেস নেইম, ব্যাংক, নগদ, রকেট, বিকাশ এসব একাউন্ট এড করে নেন। সেই সাথে পিক আপ এড্রেস সেট করে নিন।
আপনার অনলাইন প্রোডাক্ট যখন অর্ডার হবে তখন এই এ্যাপ এ ঢুকে পিক আপ রিকুয়েষ্ট করে দিবেন। সন্ধায় তাদের ডেলিভারি বিভাগের লোক এসে নিয়ে যাবে সেই পার্সেল। তাদের পয়েন্ট এ যাওয়ার পর আপনার এ্যাপ এ তথ্য আপডেট হবে। সাড়া দেশের শহর, গ্রাম, প্রত্যান্ত অঞ্চলে তারা ডেলিভারি দিয়ে দিবে।
ক্যাশ অন ডেলিভারি তে মাল পাঠাতে পারবেন। তারা মাল ডেলিভারি দিয়ে টাকা এনে আপনার এ্যাপ এ এড করে দিবে, এ্যাপ থেকে ব্যাংক বা মোবাইল ব্যাংক এ ট্রান্সফার করে নিতে পারবেন।
ডেলিভারি ফি চার্ট থেকে জেনে নিবেন। ৬০/— থেকে ১৩০/—, নির্দিষ্ট ওজনের বেশি হলে কেজি প্রতি রেট বাড়বে।
অগ্রিম কোন টাকা দিতে হবে না, তাদের খরচ কেটে বাকিটা আপনাকে দিয়ে দিবে।
mahirkhan publisher