Answered 1 year ago
মেয়েটাকে ভালোবাসার আগে আপনার মাথায় এই চিন্তাটা আসে নাই কেন? বিয়ে করতে গিয়ে এই চিন্তা মাথায় আসলো কেন? আপনার মতো মানুষের কোনোদিন বিয়ে করাই উচিৎ না। কারন আপনার মন মানসিকতা ছোট। ধরুন, আপনার একটা বোন আছে। তাকে বিয়ে দিবেন। এখন যে ছেলেটা আপনার বোনকে বিয়ে করবে, তার মাথায় যদি আপনার মতো এই চিন্তা আসে, তাহলে আপনার কেমন লাগবে? অর্থ্যাত কোনো ছোট মনের ছেলের সাথে নিশ্চয়ই আপনি আপনার বোনের বিয়ে দিবেন না। যাকে ভালোবাসেন, তাকে বিয়ে করবেন। কোনো সমস্যা নাই। কিন্তু তাকে বিয়ে করতে গিয়ে আপনার মাথায় এই চিন্তা এলো কেন? তার মানে আপনি তাকে ভালোবাসেন না। মেয়েটাকে আপনি অসম্মান করলেন। সন্দেহ করেন। আপনি সন্দেহ বাতিকগ্রস্ত মানুষ। যাদের মনে সন্দেহ থাকে তাঁরা কোনোদিন শান্তি পায় না। ধরে নিলাম, আপনি যাকে ভালোবাসেন, বা বিয়ে করতে চান- সে ভার্জিন না হলে আপনি তাকে বিয়ে করবেন না। মেয়েটাকে ছেড়ে দিলেন। কিন্তু আপনি যে মেয়েটার ক্ষতি করে দিলেন। এখন যদি কোনো ছেলে বলে, এই মেয়েকে আমি বিয়ে করবো না। এই মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক ছিলো। আপনার কারনে মেয়েটার জীবন নষ্ট হয়ে গেলো। তাহলে এখন ভার্জিন মেয়ে খুজুন। কিন্তু মেয়েটা ভার্জিন কিনা সেটা না যেনে তাকে ভালোবাসতে গেলেন কেন? আর যদি মেয়েটা ভার্জিন না হয়, তাহলে তার ভার্জিনিটি নষ্ট করলো কে? আপনার মতো কোনো ছেলে নিশ্চয়ই। যারা বিয়ের আগে এরকম চিন্তা করে, মেয়ে ভার্জিন কিনা তাঁরা ভয়ঙ্কর মানুষ। যাইহোক, মেয়েটা ভার্জিন কিনা এটা পরীক্ষার করার কোনো সিস্টেম নাই। মেয়েটাকে জিজ্ঞেস করুণ। যদি মেয়েটা সৎ হয় তাহলে সে নিজেই বলে দিবে। তবে আপনি ভার্জিন কিনা সেটার প্রমানও দয়া করে দেবেন।
Answered 2 years ago
talhatolib publisher