আমি একটা মেয়েকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। সে কি ভার্জিন? এটা কিভাবে পরীক্ষা করবো বা কিভাবে বুঝবো?

2 Answers   9.9 K

Answered 1 year ago

মেয়েটাকে ভালোবাসার আগে আপনার মাথায় এই চিন্তাটা আসে নাই কেন? বিয়ে করতে গিয়ে এই চিন্তা মাথায় আসলো কেন? আপনার মতো মানুষের কোনোদিন বিয়ে করাই উচিৎ না। কারন আপনার মন মানসিকতা ছোট। ধরুন, আপনার একটা বোন আছে। তাকে বিয়ে দিবেন। এখন যে ছেলেটা আপনার বোনকে বিয়ে করবে, তার মাথায় যদি আপনার মতো এই চিন্তা আসে, তাহলে আপনার কেমন লাগবে? অর্থ্যাত কোনো ছোট মনের ছেলের সাথে নিশ্চয়ই আপনি আপনার বোনের বিয়ে দিবেন না।  যাকে ভালোবাসেন, তাকে বিয়ে করবেন। কোনো সমস্যা নাই। কিন্তু তাকে বিয়ে করতে গিয়ে আপনার মাথায় এই চিন্তা এলো কেন? তার মানে আপনি তাকে ভালোবাসেন না। মেয়েটাকে আপনি অসম্মান করলেন। সন্দেহ করেন। আপনি সন্দেহ বাতিকগ্রস্ত মানুষ। যাদের মনে সন্দেহ থাকে তাঁরা কোনোদিন শান্তি পায় না। ধরে নিলাম, আপনি যাকে ভালোবাসেন, বা বিয়ে করতে চান- সে ভার্জিন না হলে আপনি তাকে বিয়ে করবেন না। মেয়েটাকে ছেড়ে দিলেন। কিন্তু আপনি যে মেয়েটার ক্ষতি করে দিলেন। এখন যদি কোনো ছেলে বলে, এই মেয়েকে আমি বিয়ে করবো না। এই মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক ছিলো। আপনার কারনে মেয়েটার জীবন নষ্ট হয়ে গেলো।  তাহলে এখন ভার্জিন মেয়ে খুজুন। কিন্তু মেয়েটা ভার্জিন কিনা সেটা না যেনে তাকে ভালোবাসতে গেলেন কেন? আর যদি মেয়েটা ভার্জিন না হয়, তাহলে তার ভার্জিনিটি নষ্ট করলো কে? আপনার মতো কোনো ছেলে নিশ্চয়ই। যারা বিয়ের আগে এরকম চিন্তা করে, মেয়ে ভার্জিন কিনা তাঁরা ভয়ঙ্কর মানুষ। যাইহোক, মেয়েটা ভার্জিন কিনা এটা পরীক্ষার করার কোনো সিস্টেম নাই। মেয়েটাকে জিজ্ঞেস করুণ। যদি মেয়েটা সৎ হয় তাহলে সে নিজেই বলে দিবে। তবে আপনি ভার্জিন কিনা সেটার প্রমানও দয়া করে দেবেন।

Talha Tolib
talhatolib
488 Points

Answered 2 years ago

হা হা হা হা। একটু হেসে নেই তারপর উত্তর টা দিচ্ছি। দুঃখিত ভাইয়া শুরুতে হাসার কারনে। দেখুন আপনি শুরুতে বলেছেন আপনি একটি মেয়েকে ভালোবাসেন। ভালোবাসার অর্থ এতই সস্তা নয় যে সে ভার্জিন কি না তা পরিক্ষা করার পর বিয়ে করতে হবে। দেখুন যাকে ভালোবাসেন তার যদি একটা হাত না থাকে?, যদি একটা পা না থাকে?! তাহলে আপনার ভালোবাসা আসবে না তার প্রতি?! কেনো কতো ডিভোর্স প্রাপ্ত নারীদের প্রেমে ভার্জিন ছেলেরা পরে না?! বিয়ে করে না?! সুখে থাকে না?! ভালোবাসা তো ভালোবাসাই, লোকে বলে পিরিতের পেতনিও নাকি ভালো। মানে যাকে একবার ভালোবেসেই ফেলেছেন সে পেতনি হইলেও ভালোবাসা জীবনেও শেষ হবে না। সেখানে ভার্জিন কী না এসব কোনো কথাই উঠবে না! আমি আপনাকে একটা কথা বলি আপনি ঠান্ডা মাথায় চিন্তাকরুন তাকে আপনি আসলেই ভালোবাসেন কি না, যদি আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ আসে তবে মন কে বলুন ওকে আমি ভালোবাসি, ভালোবাসি মানে ভালোবাসি, ও যাই হোক যেমন হোক ওকে আমি ভালোবাসি, মৃত্যু পর্যন্ত একসাথে থাকবো। আর যদি এমন হয় বুঝতে পারছেন না যে ভালোবাসেন না বাসেন না তাহলে তাকে মুক্ত করেদিন। সে ভার্জিন কিনা এসব প্রশ্ন করে তাকে ছোটো করিয়েন না। ভালোবাসলে ভার্জিনিটি দেখার প্রয়োজন পরে না। পতিতালয়ের মেয়েদের প্রেমেও পুরুষরা পরে সেই পুরুষই ভালোবাসায় অন্ধ হয়ে একজন পতিতাকে বিয়ে করে এবং সুখের সংসার করে। বউকে সম্মান করে আর নিজের ভালোবাসায় সারাজীবন আগলে রাখে। সুতরাং নিজেকে প্রশ্ন করুন তাকে ভালোবাসেন কি না।
Husneara Himu
husnearahimu
318 Points

Popular Questions