আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসি, সেও আমাকে ভালোবাসতো। কিন্তু পরিবারের চাপে অন্য কোথাও জোর করে বিয়ে করতে বাধ্য হয়, কিন্তু সে আমার সাথে যোগাযোগ বন্ধ করেনি। এমতাবস্থায় আমি কী করতে পারি?

1 Answers   11.3 K

Answered 1 year ago

এক মেয়ে ছিলো গোল্ড ডিগার। তাই বিয়ে করসে ধনী কিন্তু তার থেকে অনেক বয়েসী এবং কুতসিত মারকা এক মাঝারী টাকাওয়ালা প্রবাসী কে।

আমি জানতাম না ওর বিয়ে ঠিক। সারা রাত চেটিং করে ভোরে বলল, আজকে আমার বিয়ে।

অই ব্লক মারসি এখনো ব্লকেই আসে। প্রেম এক জিনিস আর বিয়ে অন্য।

হুদাই আরেক ব্যটার বউ এর পিছনে ইমোশন খরচ করতেসেন।

অনেক মেয়ে আসে জামাই থাকার পরেও চায় পোলাপান তার পিছনে ঘুরুক।

ইগো বুস্ট পায়। সেক্সি ফিল করে। এইদিকে আপনি বাঁশ খাইতেসেন। অই মেয়ে ঠিক ই জামাই এর সাথে শুইতেসে।

ব্লক মারেন।

Bijoy ahmed
Bijoy
311 Points

Popular Questions