Answered 3 years ago
গুগুল আর ফেসবুক হলো হিমশৈলের মত। যার মাত্র ১০ ভাগের এক ভাগ আমরা ওয়েবসাইটে দেখছি। এর পিছনে যে বিশাল প্রোগ্রাম আছে তা আপনি নিজে বসে বানাতে গেলে ৭ জন্ম লেগে যাবে। তবে ফ্রন্টেন্ড বানানোর জন্য যেকোনো MVC জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করলেই হবে। যেমন react বা angular। ফেসবুক এর ওয়েবসাইট php দিয়ে লেখা হয়েছিল।
Deloar Mahmud publisher