আমি একটা এক হাজার টাকার নোট ছিঁড়ে ফেলে দিলে দেশের কী পরিমাণ আর্থিক ক্ষতি হতে পারে?

1 Answers   12.1 K

Answered 2 years ago

আপনার কাছে এক হাজার টাকা আছে। কেউ আপনাকে টাকাটা দান করলে ভিন্ন কথা, তবে টাকাটা যদি আপনার নিজের উপার্জন হয়, তারমানে কোন পণ্য বা সেবা বিক্রি করে অথবা পুরো মাস চাকরি করে বেতন হিসেবে আপনি টাকাটা পেয়েছেন। তারমানে যিনি আপনাকে টাকাটা দিয়েছেন, তিনি তার প্রাপ্য পণ্য বা সেবা বুঝে পাওয়ার পরেই আপনাকে এই টাকা দিয়েছেন। তাই আপনি এখন এই টাকা ছিড়ে টুকরো টুকরো করে ফেললেও আপনার গ্রাহক বা চাকরিদাতার কোন ক্ষতি নেই। কারণ তারা তাদের প্রাপ্য পণ্য বা সেবা আগেই পেয়ে গেছেন। সুতরাং হাজার টাকার এই নোট ছিড়ে ফেললে আপনারই ক্রয়ক্ষমতা কমবে, ফলে শুধু আপনারই আর্থিক ক্ষতি হবে।

বৃহৎ পরিসরে খেয়াল করলে দেখবেন, কোন টাকা ছিড়ে বা পুড়ে গেলে কিংবা দীর্ঘ ব্যবহারের ফলে প্রচলনের অযোগ্য হয়ে পড়লে বাংলাদেশ ব্যাংক তা মার্কেট থেকে তুলে নেয় এবং সমমানের নতুন নোট বাজারে ছাড়ে। আপনি একটা নোট ছিড়ে ফেলে দিলে বাংলাদেশ ব্যাংক তার বিপরীতে কোন নতুন নোট ছাপাবে না, ফলে মার্কেটে সার্কুলেশনে থাকা মোট টাকার পরিমাণ কমবে।

Rashidul islam
rashidulislam
390 Points

Popular Questions