আমি একজন শিক্ষার্থী। আমার এই মুহূর্তে অনেক টাকার দরকার। অর্থাৎ কিভাবে আমি হালাল পথে অনলাইন থেকে টাকা আয় করতে পারি?

1 Answers   7.9 K

Answered 2 years ago

আমরা সকলে আয় বা ইনকাম করতে চাই কিন্তু কাজ করতে চাই না।যদি কেউ আয়ের কোন পথআমরা সকলে আয় বা ইনকাম করতে চাই কিন্তু কাজ করতে চাই না।যদি কেউ আয়ের কোন পথ দেখায় তাও আমরা সে পথে হাটি না।আমরা অলস তাই বড় কোন প্লান নিয়ে কাজ করতে চাই না। আমরা সকলে চাই মাস শেষ হলে আমাদের কাছে কিছু টাকা আসুক এর জন্য আমরা ছোট ছোট আয় পছন্দ করি আর দিন শেষ অভাব শব্দটা থেকেই যায়। নেটওয়ার্ক মার্কেটিং এমনই একটা ইনকাম যা থেকে আপনি এক সময় বড় ধরনের একটা ইনকাম করতে পারবেন এবং তা দিন দিন বাড়তে থাকবে এমনকি আপনার নেটওয়ার্ক তৈরি হলে এক সময় আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম আসতে থাকবে। নেটওয়ার্ক বিজনেস করতে কোন টাকা পয়সা লাগে না এখানে সময় ও মেধাকে কাজে লাগিয়ে আজীবন আয় করতে পারবেন। দরকার আপনার ইচ্ছে শক্তি আর ধরয্য তাহলেই আপনি সাকসেস হতে পারবেন। আপনি যে কোন পেশাতে থাকেন না কেন বা যে কোন দেশে বসে অনলাইনে মোবাইল দিয়ে এই কাজটি করতে পারবেন। আরো জানতে সাথেই থাকুন ধন্যবাদ।


Talha Uddin
talhauddin
103 Points

Popular Questions