আমি একজন মসজিদের ইমাম, ইমামতির পাশাপাশি স্বল্প পুঁজিতে লাভজনক একটা ব্যবসা করতে চাই, কোন ব্যবসাটা করতে পারি?

1 Answers   9.7 K

Answered 2 years ago

আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আপনার ইমামতির পাশাপাশি কোন কিছু করার তাগিদ অনুভব করার জন্য। আমাদের দেশের ইমামরা সাধারণত ইমামতির পাশাপাশি অন্য কিছু করতে চান না এক্ষেত্রে আপনি ব্যতিক্রম।

আপনি বিভিন্ন ধরনের কোরআনের তাফসির, হাদিস গ্রন্থের অনুবাদ, বড় বড় ইসলামী স্কলারদের বইয়ের অনুবাদ, টুপি, আতর, এসবের ব্যবসা করতে পারবেন যা আপনি আপনার মসজিদে থেকেও করতে পারেন।

কিছু কিছু মুসল্লী হয়তোবা বিরূপ মনোভাব পোষণ করতে পারে যে, হুজুর আবার ইমামতি রেখে ব্যবসা শুরু করল নাকি! কিন্তু আপনি অনেককেই পাবেন যারা আপনার এই উদ্যোগকে স্বাগত জানাবে।

আপনার জন্য অনেক শুভকামনা রইল।


Mahiya Mahi
mahihamahi
111 Points

Popular Questions