আমি একজন ধার্মিক মেয়ে। আমার শারীরিক গঠন স্বাভাবিক। আমার হবু বর সে খুব স্লিম পেট পছন্দ করেন, যা আমার নেই। সাত দিনের মধ্যে আমি কী করে আমার পেটের মেদ কমাতে পারি?

1 Answers   10.8 K

Answered 2 years ago

এই ধরনের বিয়ে না করাই ভালো। কারন দুই দিন পরপর স্বামী এটা ওটা দাবী করবে আপনি কতদিক সামলাবেন। আপনি ওনাকে সোজা বলুন যদি আপনাকে উনি ভালোবাসে আপনি যা আছেন তাতেই খুশি থাকতে। কারন সত্যিকারের ভালোবাসা এগুলো দেখে না। পেটের মেদ কমানোর জন্য রাতে ভাত খাওয়া বন্ধ করে দেন। বেশি করে পানি খান। লেবু মিশ্রিত গরম পানি খান এবং চিনি সম্পূর্ণ এড়িয়ে চলুন। চিনি একদম খাবেন না।


Sazib Uddin
sazibuddin
164 Points

Popular Questions