Answered 2 years ago
দেখুন ভাই, একটা সাইকোলজি ফ্যাক্ট হচ্ছে মানুষ যা করার সক্ষমতা রাখে তাই সে চিন্তা করে। আপনি তিন বছরে কোটিপতি হওয়ার চিন্তা করেছেন, তার মানে এটা আপনার পক্ষে সম্ভব বলেই আপনি চিন্তা করেছেন।
যাই হোক কাজের কথায় আসি। তিন বছরে আপনাকে কোটিপতি হতে হলে আপনাকে অবশ্যই ব্যাবসা করতে হবে। এমন কোন ব্যাবসা করতে হবে যে পন্যের দাম যাই হোক না কেন, প্রফিট যেন ১০০০/— থাকে। তাহলে হিসাব করুন তিন বছরে ১০ হাজার মানুষের কাছে ১ বার করে বিক্রি করুন এবং প্রতিবার হাজার টাকা লাভ করুন। পন্য গুলো হতে পারে ফ্রিজ, টিভি, আলমারি, ল্যাপটপ ইত্যাদি।
lionahmed publisher