Answered 2 years ago
আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আমি আপনাকে আমার গল্পটা বলতে পারি। আমি যা করেছি সেটা হল ব্যাংকে গিয়ে ডুয়েল কারেন্সির একটা ডেভিট কার্ড বানিয়েছি। ডেভিট কার্ড হাতে পেতে কিছুদিন সময় লাগে। এই সময়ে আমি একটা প্রোফেশনাল পেইজ বানিয়েছি, পাশাপাশি আমি কিছু অনলাইন কোর্স করতেছি ফ্রিল্যান্সিং প্লার্টফর্ম এ কাজ করার জন্যে।
ফেইসবুকে আপনি অনেক রিসেলিং জব অফার পাবেন। সেখান থেকে কিছু জব এ ঢুকে যান। আপনার কাজ হবে থার্ড পার্টির মতো। হোম ডেলিভারি, প্রোডাক্ট তৈরি সব করবে কোম্পানি, আপনার কাজ শুধু কাস্টমার এনে দেয়া।
তো আমি যা করলাম তা হল আমার পেইজ এ সেসকল প্রোডাক্টের পোস্ট দিলাম এবং প্রত্যেক প্রোডাক্টের দাম গ্রহণযোগ্যভাবে বাড়িয়ে দিলাম। তারপর সেই পোস্টটা আমার ডেভিট কার্ড দিয়ে বুস্ট মেরে দিলাম স্বল্প খরচে।মুহূর্তের মধ্যে আমার কাছে প্রচুর মেসেজ আসতে থাকল এবং অল্প সময়ের মাঝেই আমি অনেকগুলো সেইল জেনারেট করতে সক্ষম হলাম৷ আমার খরচ হল মাত্র ২০০টাকা এবং লাভ হল ৫৭৫টাকা এবং তা এখনো বেড়েই যাচ্ছে।
tasnimahmed publisher