Answered 2 years ago
আমাদের মধ্যে অনেকের একটা ধারনা যে ফ্রিল্যান্সিং করলেই মনে হয় লাখ লাখ টাকা চলে আসবে। আসলে ব্যাপারটা সে রকম না। চাকরির বাজারের মত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এখন অনেক বেশি প্রতিযোগী।
অনেক ভালও প্রফেশনাল মানের ফ্রিল্যান্সার এখন মার্কেটে কাজ করছে। সফল হওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। সেখানে আপনি কিছু দিন কাজ শিখে ইনকাম শুরু করতে পারবেন তেমন টা ভাবা বোকামি।
তবে আমি আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে মানা করছি না আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন এবং তার পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে পারেন। এতে করে আপনার এক দিকে কাজ শিখা হবে অন্যদিকে মার্কেটপ্লেস সম্পর্কে আপনার ভাল একটা ধারনা হবে।
বর্তমানে অনেক ভাল ভাল প্রতিষ্ঠান তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করেছে। যেমন এমএসবি একাডেমী। আপনি চাইলে অ্যাফিলিয়েট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। যেমন এমএসবি একাডেমী তাদের অ্যাফিলিয়েট মার্কেটারদের ২০% করে কমিশন দিয়ে থাকে।
sojibsahriar publisher