আমি একজন গৃহিণী। শহরে বসবাস করি। এক লক্ষ টাকা দিয়ে কী ব্যবসা করতে পারি?

1 Answers   3.1 K

Answered 2 years ago

ধন্যবাদ সুন্দর একটি প্রশ্নের জন্য এবং ব্যবসা শুরু করার আগ্রহ প্রকাশ করার জন্য। সাধারণভাবে বললে বলা যায় প্রত্যেকটা মেয়ে মানুষের একটা বিশেষ দক্ষতা থাকে বলে মনে করা হয় সেটা হচ্ছে রান্না করার দক্ষতা।


শুধুমাত্র এই দক্ষতাকে ব্যবহার করে আপনি ভালো একটা ব্যবসা শুরু করে দিতে পারেন এবং উপরে যে বাজেটের কথা উল্লেখ করেছেন সেটা যথেষ্ট।


ব্যবসার অনেকগুলো বিষয় বস্তুর মধ্যে একটি বিষয়বস্তু খুবই জনপ্রিয় যা অল্প কিছু অর্থ বিনিয়োগ করার মাধ্যমে তৈরি করতে পারবেন সেটি হচ্ছে “ক্লাউড কিচেন বিজনেস”


বাজেট ২৫ থেকে ৩০ হাজার টাকা (যদি দু-একটি আইটেম নিয়ে শুরু করা হয়)

অনলাইন মার্কেটিং ভালো বোঝেন এমন কাউকে সাথে রাখতে হবে।

নির্দিষ্ট লোকেশন এর মধ্যে ডেলিভারির ব্যবস্থা ঠিক রাখা।

এর সাথে আপনার রান্নার ভালো দক্ষতা অর্থাৎ যে বিষয়ে আপনি সবথেকে ভালো।

এছাড়াও আপনি যদি ক্লাউড কিচেনের বিজনেসের সাথে আপনি রান্না বিষয়ক বিভিন্ন ধরনের কনটেন্টের ব্যবসা করতে পারবেন, কোন প্রকার টাকা বিনিয়োগ করা ছাড়াই যেমন:


রান্না করা শেখানো সম্পর্কিত একটি ইউটিউব চ্যানেল তৈরি করা

রান্না বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ (সবথেকে মুনাফা সমৃদ্ধ এবং জনপ্রিয়)

রেসিপি সংক্রান্ত বিভিন্ন ধরনের বই লেখা (বর্তমান অনেক সহজ পদ্ধতি আছে যা দিয়ে আপনি এটি শুরু করতে পারবেন)

এখন রান্না বাদেও আরো ব্যবসায় বিভিন্ন বিষয়বস্তু আছে সেগুলোর উপরে আপনি উপরের উল্লেখিত বাজেট দিয়ে ব্যবসা শুরু করে দিতে পারবেন।


হোম-ভিত্তিক সেলাই বা সেলাই সার্ভিস

ডিজাইনিং এবং পেইন্টিং

ইভেন্ট পরিকল্পনা সার্ভিস

অনলাইন স্টোর এবং পণ্য বিক্রয় (বিউটি, পার্সোনাল কেয়ার, লাইফ স্টাইল)

ফ্রিল্যান্সিং সেবা (ডিজিটাল পণ্য সমূহ)

পরামর্শ সেবা (অভিজ্ঞ কোন বিষয়ের উপর)

সৌন্দর্য সেবা

কারুশিল্প বিক্রি

শিশু যত্ন কেন্দ্র

ধর্মীয় শিক্ষা

ভার্চুয়াল সহকারী

হোম স্টেজিং পরিষেবা

সামাজিক মাধ্যম ব্যবস্থাপক

ইত্যাদি আরও অসংখ্য বিষয় বস্তুর উদাহরণ দেওয়া যাবে, তবে মূল কথা হচ্ছে আপনাকে বর্তমান যুগের সাথে টিকে থাকতে হলে ইনফরমেশন টেকনোলজি বুঝতে হবে অর্থাৎ সাধারণ ভাবে বলতে গেলে কম্পিউটারের কিছু দক্ষতাকে শিখতে হবে।


কেন শিখতে হবে তার সবথেকে বড় কারণ হচ্ছে একটি মাত্র ল্যাপটপ দিয়ে আপনি ঘরে বসে বিনিয়োগ ছাড়াই নির্দিষ্ট কিছু বিষয়ের উপর দক্ষতা তৈরি করলে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন (মাসিক)


এছাড়াও উপরে উল্লেখিত যে ব্যবসা গুলোর কথা বলা হয়েছে সেগুলো আপনি অনায়াসে শুরু করতে পারবেন, শুধুমাত্র অল্প কিছু টাকা বিনিয়োগ করার মাধ্যমে কিন্তু আপনাকে কম্পিউটারের কিছু দক্ষতা জানতে হবে।


আর আমি ব্যক্তিগতভাবে মনে করি কম্পিউটারের দক্ষতাগুলো আহামরি কোনো ব্যাপারনা, মনোযোগ দিয়ে ৯০দিন সময় ব্যয় করলে অনেক কিছু শেখা যায়।


দিনে ৩ ঘন্টা এবং ৯০ দিনে ২৭০ ঘন্টা যদি ১০০ভাগ ফোকাস নিশ্চিত করে কোন কিছু শিখতে পারেন তাহলে এর থেকে মনে হয় ভালো বিনিয়োগ জীবনের কোন কিছুই হবে না।


সর্বশেষ, আপনাকে ব্যবসা করার জন্য দরকার হবে সবথেকে পরিষ্কার ধারণা, আপনার ধারণা যত পরিষ্কার হবে ততোই আপনি ব্যবসায় ভালো মুনাফা এবং সমৃদ্ধি অর্জন করতে পারবেন।


ব্যবসা-বাণিজ্য সম্পর্কে পরিষ্কার ধারণা আপনাকে সাহায্য করবে যেভাবে:


কিভাবে সহজে মূলধন জোগাড় করতে হয়?

কিভাবে সুন্দর এবং আকর্ষণীয় পণ্য তৈরি করতে হয়?

কিভাবে পণ্যকে কাস্টমারের সামনে উপস্থাপন করতে হয়?

কিভাবে নতুন নতুন ধারণা নিয়ে আসতে হবে?

কিভাবে অল্প টাকায় বিজ্ঞাপন এবং প্রচার প্রচারণা করতে হয়?

কিভাবে প্রথম 500 কাস্টমার থেকে 1000 কাস্টমার এ যেতে হয়?

কিভাবে কাস্টমারকে রিপিট কাস্টমারে রূপান্তর করতে হয়?

কিভাবে পুরাতন কাস্টমারকে ধরে রাখতে হয় দীর্ঘ সময়ের জন্য?

কিভাবে ভাল দল তৈরি করতে হবে?

কিভাবে ব্যবসায় প্রয়োজনীয় হিসাবপত্র রাখতে হয়?

কিভাবে মাসে মাসে ব্যবসার উন্নতি সাধন করতে হয়?

কিভাবে ছোট ব্যবসা কে বড় ব্যবসায়ী রূপান্তর করতে হয়?

কিভাবে একটি ব্যাবসা কে সবথেকে বেশি মুনাফা সমৃদ্ধ করতে হয়?

কিভাবে ব্যবসাকে প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করতে হয়?

ইত্যাদি আরো অসংখ্য বিষয় আছে যা আপনাকে সাহায্য করবে একটি শক্তিশালী এবং মজবুত ব্যবসা তৈরি করাতে।


আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন  (হোয়াটসঅ্যাপ, ফেসবুক টুইটার, লিঙ্কডইন, সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে) আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে আর অবশ্যই Upvote করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে এ ধরনের ভাল ভাল পোষ্ট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হতে পারি।


ব্যবসার পুঁজি, স্বল্প পুঁজি, ক্ষুদ্র ব্যবসা, ব্যবসা পরিকল্পনা, উদ্যোগ, লাভজনক ব্যবসা, অনলাইনে বিক্রি করা, পণ্য উন্নয়ন, বিনিয়োগ পরামর্শ, ব্যবসার আইডিয়া এবং ক্যারিয়ার অরিয়েন্টেড আধুনিক সব কনটেন্ট পেতে আমাকে অনুসরণ করুন যাতে পরবর্তীতে আমার পোস্টগুলো আপনি সবার আগে পেতে পারেন।


Sopnil Sopno
sopnil.sopno
487 Points

Popular Questions