আমি একজন অবিবাহিত পুরুষ বয়স ২২ বছর। আমি যদি একজন ৩৩/৩৪ বছর ডিভোর্সি নারী বিবাহ করি কোন অসুবিধা আছে?

1 Answers   1.8 K

Answered 2 years ago

আমি পারিবারিক মানসিক সামাজিক কোন অসুবিধা বা সমস্যার কথা বললাম নাহ৷

আমি শুধু ভবিষ্যৎ সমস্যার কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই৷

বাংলায় একটা প্রবাদ আছে। মেয়েরা নাকি কুড়িতেই বুড়ি৷

আপনার এখন ২২ বছর। অথাৎ টগবগে যুবক৷ এখন থেকে শুরু করে আগামী ৪/৫ বছর পর্যন্ত খুব ভালো ভাবেই সময় কাটাতে পারবেন৷

কিন্তু ঠিক এখন থেকে আগামী ২০ বছর পরের অবস্থাও আপনার একটু চিন্তা করা দরকার।

২০ বছর পর আপনার স্ত্রীর বয়সঃ

৩৩+২০=৫৩ বছর

আর আপনার বয়স হবেঃ

২২+২০= ৪৪ বছর৷

৪৫-৪৯ বছরের মধ্যে মেয়েদের/মহিলাদের মেনোপজ হয়ে যায়৷ তার পর তার চাহিদা থাকে না বললেই চলে৷

এখন আপনিই বলেন,,,আপনি কিভাবে নিজেকে তখন সামলাবেন??

আপনার ৪৪ বছর। আপনি টপ গিয়ারে থাকবেন। অপ্র দিকে আপনার স্ত্রী???

তখন কি আরেকটা বিয়ের অনুমতি পাবেন??

কিভাবে নিজেকে শান্ত করবেন??

আর তাছাড়া মহিলাদের আয়ু পুরুষদের চেয়ে বেশি।

একারণেই মহিলারা পুরুষ দের সেবা করতে পারে। বা বৃদ্ধ বয়সে তার স্ত্রী তার খুটি হয়ে দাঁড়ায়৷

আপনি বৃদ্ধ হলে আপনার সেবা করা কে থাকবে??

তবে ইসলামে, স্ত্রীর বেশি বয়স কম বয়স এমন কোন বিধি নিষেধ নেই৷ তাই ভেবে চিনতে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে৷

এটা বৈজ্ঞানিক কোন রিসার্চ বা কোন অনুসন্ধান এর ফল নয় এটা সম্পূর্ণ আমার ব্যাক্তিগত মতামত।

hriyan
hriyan
253 Points

Popular Questions