Answered 2 years ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।ভাই ,খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি সর্টকাটে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।আমি দীর্ঘ 12 বছর যাবত মার্কেটিং এ আছি তো সে দিক থেকে আমি আপনাকে মার্কেটিং এ কাজ করার কথাই বলবো যেহেতু আমি মার্কেটে কাজ করতাম সেই হিসেবে মাত্র 50 60 হাজার টাকার মধ্যে আপনি যদি ব্যবসা করতে চান একমাত্র কসমেটিক ব্যবসা আছে যেটা আপনি মোটামুটি একটা কোম্পানির ডিস্ট্রিবিউটর নিয়ে যেখানে আপনার বাসা বা যে রুমে থাকেন সেই রুমে মাল রাখতে পারবেন। এবং একটা ব্যাগ হলে আপনি অর্ডার এবং ডেলিভারি দিতে পারবেন এবং 15 থেকে 20 পার্সেন্ট লাভ দেওয়া হয়। আপনি 5000/10000 টাকা বিক্রি করে ফেলবেন অল্প কয়েক টি দোকান ভিজিট করলেই। স্মার্ট ব্যবসা খুব ভালোভাবে ব্যবসা করতে পারবেন কোম্পানি থেকে স্যালারি পাবেন মিনিমাম ১২ থেকে ১৫ হাজার টাকা। কেউ বুঝতেই পারবে না আপনি ব্যাবসা করছেন।আশা করি বুঝতে পেরেছেন ভাল থাকবেন যদি ভালো লাগে অবশ্যই আপভোট দিবেন ।ধন্যবাদ।
rayahan publisher