আমি একজনকে ভালোবাসি, তিনি ও আমাকে ভালোবাসে, কিন্তু তিনি আমাকে বিয়ে করতে চাচ্ছে না কী করলে সে আমাকে বিয়ে করবে? সে কিন্তু আমার রিলেটিভিটি হয়।

1 Answers   9.9 K

Answered 1 year ago

দুজন দুজনকে ভালোবাসেন। খুব সুন্দর। মাশাল্লাহ। বিয়ে করতে কেন চাছেন না? কারন টা কি? তিনি কি আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসেন? সে আপনার আত্মীয় বলেই কি আপনাকে বিয়ে করতে চাচ্ছেন না? নাকি সে বেকার? নাকি তার ধারনা আপনাকে বিয়ে করলে সে সংসার জীবনে সুখী হতে পারবে না? যখন সে আপনাকে ভালোবাসতে শুরু করেছিলো, তখন কি বলেছিলো, আপনাকে সে শুধু ভালোবাসবে, বিয়ে করবে না? ভালোবাসার শেষ পরিনতি হচ্ছে বিয়ে। লোকটার মতলব ভাল ঠেকছে না।

যদি সে আপনাকে ভালোই বাসে তাহলে বিয়ে করতে সমস্যা কি? আপনি তার সাথে সম্পর্ক শেষ করে দিন। এমন ভালোবাসার দরকার নেই। নাকি আপনিও তাকে সারা জীবন ভালোবেসে যাবেন। বিয়ে সাদির দরকার নেই? জোর করে তো আর বিয়ে করা যায় না। সেটার ফল ভাল হয় না। যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, তাহলে অন্য কোনো উপায়ে তাকে বিয়ে করা ঠিক হবে না। এক হিসেবে সে আপনাকে বিয়ে করবে না বলে, আপনাকে অপমান করেছে। সেটা কি আপনি বুঝতে পারছেন না?

আসলেই কি আপনাদের মধ্যে ভালোবাসা আছে? নাকি এটা মোহ? আপনি যাকে ভালোবাসেন, হয়তো সে গোপনে অন্য কাউকে ভালোবাসে। এজন্যই সে আপনাকে বিয়ে করতে চাইছে না। অথবা সে আপনাকে ভালোই বাসে না। শুধু ভালোবাসার অভিনয় করে যাচ্ছে। সমাজে এরকম বহু কাহিনী আছে। আর আপনি তাকেই বিয়ে করতে এত মরিয়া হয়ে যাচ্ছেন কেন? সে কি এমন রসগোল্লা? যে আপনাকে বিয়ে করবে না বলেছে, তার জন্য অযথা পাগল হচ্ছেন কেন? মাথা ঘাটান। সমস্যার সমাধান খুজুন।

Sinjon Khan
sinjonkhan
517 Points

Popular Questions