Answered 2 years ago
আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ি, তখন মাথায় ভূত চাপে যে প্রগ্রামিং শিখব। কেন শিখব, কারণ ভাল প্রগ্রামার হলে অনেক টাকা আয় করা যায়, ফ্রিল্যান্সিং করা যায় ইত্যাদি ইত্যাদি। অনেক মোটিভেশনাল ভিডিও আছে প্রগ্রামিং শেখা নিয়ে , ওগুলো দেখে তো আরো বেশি আগ্রহ বেড়ে গেল। তারপর ২য় বর্ষে এসেও শুরু করতে পারলাম না, তৃতীয় বর্ষে এসে শুরু করলাম। তারপর ৬ মাস বেশ খাটা খাটনি করলাম, কিন্তু মনে হল আমার দ্বারা প্রগ্রামিং হবে না। এক পর্যায়ে নিজেকে টর্চার করতেছি বলে মনে হল। তারপর ছেড়ে দিলাম।
এখন তোমার শেখা উচিত কি না সেটা অনেক কিছুর উপর নির্ভর করবে। প্রথমত তোমার উদ্দেশ্য কি, তুমি ভবিষ্যতে কি করতে চাও। যদি তুমি অ্যাপস বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাও, প্রযুক্তি ভাল লাগে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে করতে পারো। কিছুদিন করে দেখ তোমার ভাল লাগে কি না, ভাল লাগলে চালিয়ে যাও। যারা ভাল প্রগ্রামার তাদের ক্যারিয়ার নিয়ে কোন চিন্তা নাই এটা খুবই সত্যি কথা। শুধু টাকা বা ক্যারিয়ারের কথা চিন্তা করে প্রগ্রামিং বা কোন কিছুই করা উচিত না। যা করতে ভাল না লাগে তাতে উন্নতি করা যায় না।
Maruf Alam publisher