Answered 2 years ago
আসসালামু ওয়ালাইকুম। আমি নিজে ও ইংরেজি শিখতে চেষ্টা করছি , নিম্নোক্ত বিষয়গুলো মাথায় রাখলে আপনার ইংরেজি শেখার যাত্রা সফল হবে ইনশাআল্লাহ।
১। প্রথমেই আপনাকে ইংরেজি শিখার মতো মনোভাব রাখতে হবে
২। Basic লেভেল থেকে শুরু করুন,ছোট ছোট বাক্য শিখতে চেষ্টা করুন।
৩। মজার চলে ইংরেজি শিখতে হলে আপনাকে প্রচুর ভুল করতে হবে , লোকে হাসবে তাতে আপনি কিছু মনে করবেন না।
৪। সম্ভব হলে ইংরেজি কমিকস বই এবং পত্রিকা থেকে সহজ লিখনী পড়তে চেষ্টা করুন ।
৫। স্পোকেন এর জন্য বন্ধু বেছে নিন,কাউকে পাশে না পেলে আয়নার সামনে দাড়িয়ে ভুলভাল হলেও কথা বলার চেষ্টা করুন।
৬। আশেপাশে স্পোকেন শিখায় এরকম সুযোগ থাকলে প্রাক্টিক্যালি কোর্স করে নিন।
সোর্স: বিভিন্ন অনলাইন মাধ্যম
ashikafser publisher