আমি ইন্ট্রোভার্ট টাইপের। ভার্সিটি তে এজন্য বেশ সমস্যায় পড়তে হয়। কিভাবে এক্সট্রোভার্ট হওয়া যায়?

1 Answers   1.5 K

Answered 2 years ago

দরকার নেই এক্সট্রোভার্ট হওয়ার।যেমন আছেন তেমনই থাকুন।

অন্যের কাছে থেকে স্বীকৃতি খোঁজা বন্ধ করুন।নিজেকে নিজে গুরুত্ব দিতে শিখুন।নিজের স্কিল ইমপ্রুভ করুন।ডিপার্টমেন্টে ভাল রেজাল্ট রাখুন!

পৃথিবী একটি স্বার্থপর একটি জায়গা।এখানে আপনি তখনই অন্যের থেকে গুরুত্ব বা পাত্তা পাবেন যখন তারা আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে।বা আপনি তাদের এমন কিছু সার্ভ করতে পারবেন যা তাদের দরকার।

আপনার প্রশ্ন করার পেছনের কারণ বুঝতে পেরেছি।আপনি আপনার সহপাঠীনীদের সঙ্গে ঠিকঠাক কথা বলতে পারেন না বা মিশতে পারেন না এজন্য মন খারাপ।ডিপার্টমেন্টে প্রথম স্থান অর্জন করুন আপনার তাদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে না।বরং তারাই আপনার সঙ্গে মিশতে আসবে।

মোদ্দাকথা নিজের মূল্য বৃদ্ধি করুন।নিজের স্ট্যাটাস সমৃদ্ধ করুন।ফুটপাতের মলম বিক্রেতার মত কথা বলতে হবে না বা কাউকে কনভিন্স করতে হবে না বরং অন্যরা আপনাকে কনভিন্স করতে আসবে

Surovi Islam
Suroviislam
408 Points

Popular Questions