Answered 2 years ago
আপনি তো দেখছি ছোট থেকেই বেশ ধূর্ত।যেটাকে আপনি দুষ্টুমি বলছেন সেটা হচ্ছে প্রকারান্তরে যৌণ আকর্ষণ। আরো পরিষ্কার ভাবে বললে দাড়ায় বদ ছেলে।জানি না এইরকম কত শিশুকে নষ্ট করেছেন।
আপনি এখন বয়স হিসাবে যৌবনে পা রেখেছেন।কিন্তু পক্বতা আপনার মধ্যে অনেক আগেই এসেছে।
মেয়েটি নিশ্চয় কোনো ছোট মেয়ে তাকে ভালই শোষণ করছেন।সে তো এত সব বোঝে না। সরল মনেই সব নিচ্ছে।এটা আপনার ভবিষৎ গড়ার সময়।এই সব না করে মন দিয়ে পড়াশোনা করুন ও মেয়ে তাকেও পড়তে দিন।
premaislam publisher