আমি ইন্টার দ্বিতীয় বর্ষের একজন স্টুডেন্ট। মাসে ৪০০০-৫০০০ টাকা ইনকাম করতে চাই অনলাইনে। সেটা কি সম্ভব? আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন?

1 Answers   9.6 K

Answered 1 year ago

অবশ্যই সম্ভব। আপনার আগ্রহ, একাগ্রতা থাকলে আপনি মাসে হয়তো এর থেকে বেশি আয় করতে পারবেন। তবে তার জন্য চাই আপনার দক্ষতা। আপনি যেহেতু এখন ইন্টার ২য় বর্ষের ছাত্র, তাই এখন আপাতত পড়াশোনায় মনোযোগ সন্নিবেশ করাটাই উত্তম। আমি আপনাকে যে পরামর্শ দিতে পারি সেটি হলো - আপনি যদি ফেসবুক চালান, তাহলে আপনার অবসর সময়টুকু কাজে লাগিয়ে এফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে পারেন। এখানে কাজ বেশি কিছুনা, বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানীর পণ্য আপনি আপনার ফেসবুক একাউন্টের মাধ্যমে বিক্রি করতে পারবেন আর তার বিনিময়ে আপনি একটি কমিশন পাবেন। আপনার কাজ হচ্ছে, ক্রেতাকে পণ্যটি সম্পর্কে অবগত করা আর পণ্যের মূল্য জানানো। ক্রেতা চাইলে নিজেই অর্ডার করতে পারবে অথবা আপনিও তার হয়ে অর্ডার করে দিতে পারবেন। সেক্ষেত্রে পণ্যটি ক্রেতার হাতে পৌছানো পর্যন্ত সব দায়িত্ব কোম্পানীর। https://www.sohojaffiliates.com/reffer/21666 আপনি চাইলে এখানে রেজিস্টার করতে পারেন। রেজিস্টার করার ক্ষেত্রে আপনার জিমেইল আইডিতে ৪ ডিজিট এর একটি গোপন নাম্বার যাবে সেই নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আমার সর্বাত্মক সহযোগিতা পেতে আমার রেফার কোড 21666 ব্যবহার করতে পারেন। হোয়াটস এ্যাপ এ সহযোগিতা পেতে নিচের লিংকে ক্লিক করুন। সহজে আয় করুন WhatsApp Group Invite https://chat.whatsapp.com/KgvHU8iOlop4TbAkNKaYtp সর্বোপরি, আপনার পড়াশোনার বিষয়টি মাথায় রাখবেন। আর পাশাপাশি সিদ্ধান্ত নিবেন অনলাইনে আপনার কোন কাজটি করতে সবচেয়ে বেশি ভালো লাগে। পরবর্তীতে আপনি আপনার ভালো লাগা থেকে অনলাইনে যেকোন ১টি বিষয়ে (গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি) দক্ষতা অর্জন করতে পারেন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়।
Fiya
fiya
241 Points

Popular Questions