আমি ইন্টারপাস, বর্তমানে আমি একজন মোবাইল টেকনিশিয়ান। আমার হাতে প্রায় ৩-৪ঘন্টা রোজ ফাঁকা থাকি, আমি কি এই সময়টা কাজে লাগিয়ে ওয়েব ডেভেলপার হতে পারি?

1 Answers   14.4 K

Answered 3 years ago

আপনার উত্তরটা আছে হ্যাঁ আপনি পারবেন।

আপনি যদি ঠিকমত মনোযোগ দিয়ে শুরু করেন তাহলে আপনার সময় বেশি লাগবে না সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছর লাগবে। আপনার শিখার দক্ষতা অনুযায়ী কম বেশি হতে পারে।

প্রথমে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করতে পারেন।

আর তার মাঝেই আপনি আর্ন শুরু করতে পারেন।

তার পাশাপাশি আপনি আপনার স্কিল আরও আপডেট করতে পারেন।

একটা কথা মাথায় রাখবেন ফ্রিলান্সিং সেক্টর লাইফস্টাইল দাড় করার জন্য সবসময় নিজেকে আপডেট রাখা লাগবে।

তাহলে আপনাকে কেউই দমিয়ে রাখতে পারবে না।


Rasel Rana
raselrana
462 Points

Popular Questions