Answered 2 years ago
মোবাইল ! মোবাইল ! মোবাইল ! থেকে ডিসকানেক্ট থাকুন পড়ালেখায় এমনিতেই মনযোগ বেড়ে যাবে ।
আসলে কথাটা বলা যতটা সহজ মানা তার থেকে অনেকটাই কঠিন।চারদিক থেকেই তো শুনি মোবাইলের কারনে পড়ালেখায় ব্যাঘাত ঘটে,হ্যান হয়,ত্যান হয় ! কিন্তু অনেকেই তো মোবাইল টিপিতেছে ,চিল করতেছে ,আবার পরীক্ষায় ও অনেক ফাটাফাটি রেজাল্ট করতেছে,তাঁরা কিভাবে পুরো ব্যাপারটা মেইনটেইন করে ?
সবাই কিভাবে পড়ে ভালো করে আমি জানি না,তবে আমি যেভাবে নিজেকে পড়াশুনাতে নিয়োজিত রাখি সেটুকু শেয়ার করতেই পারি-
আমার রুটিন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ২ ঘন্টা আর সন্ধ্যার পর 2 ঘন্টা,পৃথিবীর সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে পড়তে বসতে হবে,এখানে যত ঝড় ঝাপটাই আসুক পড়াশুনা থেকে নিজেকে আলাদা করা যাবে না,কোন দিন যদি 4 এর জায়গায় 3 ঘন্টাও পড়ি ওই দিনটাতে আমি সফল।তারপর সারাদিন টুক-টাক পড়াশুনা,মোবাইল টেপা সবকিছুই সমান তালে চলে।
একবার চিন্তা করুন তো,প্রতিদিনই কমপক্ষে 3 ঘন্টা পড়াশুনা করলে সপ্তাহে 21 ঘন্টা,মাসে,পরীক্ষার সামনে সেটা কত ঘন্টা আপনিই হিসাব করুন।এবং আলহামদুলিল্লাহ এই রুল ফলো করে আমি একাডেমিক ভাবে অনেকটাই সফল এবং এবার 2021–22 মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে 829 মেরিট পজিশন নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি ।আপনিও ফলো করে দেখতে পারেন!
ahmedsakib publisher