আমি ইতালি যেতে চাই। ইতালি যেতে কত খরচ হতে পারে এবং বেতন কত হতে পারে? কেউ জানলে, জানাবেন কি?

1 Answers   10.1 K

Answered 2 years ago

আপনি কি পাগল হয়ে গেছেন? বিদেশের নাম শুনে। যদি আপনি যানই তো কম করে হোলেও ২৫ লাখ টাকা খরচ হবে।তারপর দালালের খপ্পরে পরেলে সব খোয়াবেন বা সাগরে ডুবে মরবেন।জেনুইন কোন ভিসা পাবেন না।হয় না তা বলি না।খুব কম।তো ২৫ লাখ টাকা এদেশেই বিনিয়গ করে ভাল চলতে পারবেন। স্বাধীন ভাবে জীবন যাপন।আর বিদেশ গেলে কি করবেন? কুলি মজুর,ক্লিনারের কাজ,হোটেলে ধোয়া মুছা।কয় ঘন্টা কাজ জানেন? আর ঐ টাকা কিছুই না করে ব্যাংকে রাকলেও মাসে ২৫ হাজার টাকা পাবেন।যা দিয়ে গ্রামে একটা সংসার সচ্ছল ভাবে চলে। মাথা খাটান,সুখে থাকুন।শান্তি আর ঘুম হারাম কৈরেন না,নিজের ও পরিবারের।


Talha Tolib
talhatolib
488 Points

Popular Questions