Answered 2 years ago
কিছু মনে করবেন না, একটা কথা বলি- আপনার শ্বাশুড়ী একটা বদমাশ মহিলা। সে ইচ্ছা করে এই বদমাইশিটা করছে। যাইহোক, এখন অন্য কথায় আসি- আপনার শাশুড়ি কি অসুস্থ? মানসিক প্রতিবন্ধী? নিশ্চয়ই না। সমাজে এরকম শাশুড়ি অনেক আছে। আপনার শ্বাশুড়ি যখন আবার আপনার ঘরে ঘুমাতে আসবেন, আপনি অন্য ঘরে চলে যাবেন। ঘুমাক মা ছেলে। এক সপ্তাহ। এক মাস।
প্রাইভেসি বলে একটা কথা আছে। সে আপনার শাশুড়ি কোনদিন বুঝবেন না। আপনার শাশুড়ি আপনার জীবনের সমস্ত আনন্দ মাটি করে দেবেন। এটাই তার টার্গেট। এখন আপনাকে বুদ্ধি করে চলতে হবে। ট্রিকস করে চলতে হবে। আপনি শ্বাশুড়ীর সাথে ঝগড়া করবেন না। নইলে আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া বেঁধে যাবে। আপনার শাশুড়ী সেটাই চাচ্ছেন। সেই সুযোগ তাকে দিবেন না।
স্বামী বেচারার এখানে কোনো দোষ নেই। তার তো মা। সে মাকে কিছু বলতে পারবে না। ধমকও দিতে পারবে না। আপনারাও কিছু বলা উচিৎ হবে না। আপাতত শ্বাশুড়ীকে থাকতে দিন। তার শখ মিটুক। আপনি যদি তাকে মানা করে দেন, তাহলে সে অন্য বদমাইশি শুরু করবে। আপনাকে এমন ভাবে চলতে হবে- সাপ মরে যাবে কিন্তু লাঠি ভাঙ্গবে না। সবচেয়ে বড় কথা মাথা ঠান্ডা রাখতে হবে।
mstsalmakhatun publisher