'আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না"-এর ইংরেজি কী?

1 Answers   2.5 K

Answered 2 years ago

সোজা-সাপ্টা ছোট উত্তর

"I will never talk to you again"

যদি আরো ঝাঁঝ দিয়ে বলতে চান তাহলে-

"I will never ever talk to you in my life"

অর্থঃ জীবনে কখনো তোমার সাথে কথা বলবো না।

যদি ব্যাতিক্রমী ভাবে বলতে চান তাহলে-

"You might catch me dead but you will not catch talking to you"

অর্থঃ তুমি আমাকে মৃত দেখতে পারো কিন্তু তুমি আমাকে তোমার সাথে কথা বলতে দেখবে না।

আমি সারাজীবন ইংলিশ ভার্শনে পড়েছি, তাই আমার বাংলা অনুবাদ খুব সুন্দর না গ্রামার বুঝিয়ে দেওয়া লাগলে বলেন।

Shihab
dollorshaheb
120 Points

Popular Questions